Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঝালকাঠিতে জামায়াত কর্মীকে পিটিয়ে আহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৬:০০ পিএম


ঝালকাঠিতে জামায়াত কর্মীকে পিটিয়ে আহত

ঝালকাঠিতে জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলার ঘটনায় বৃদ্ধ ফারুকুল ইসলাম গুরুতর আহত হয়। সে বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের কান্ডারগাতি স্কুল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ফারুকুল ইসলাম ওই এলাকার গরঙ্গা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ফারুকুল ইসলামের সাথে একই এলাকার ফরিদুল ইসলামের (বরিশালের বাসিন্দা) রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিরোধ চলছিল। উভয়ের মধ্যে প্রায়ই রাজনৈতিক ইস্যুতে ঝগড়াঝাঁটি হতো। প্রেক্ষাপট পরিবর্তনের পরে জামায়াত কর্মী বৃদ্ধ ফারুককে মারধর করার সুযোগ খুঁজতে থাকে সুযোগ সন্ধানী ফরিদুল ইসলাম।

সকাল ১১টার দিকে নিজ বাড়ির সামনে কান্ডারগাতি স্কুল সংলগ্ন এলাকায় ফারুককে একা পেয়ে ফরিদুল ইসলাম ও তার জামাতা আফ্রিদিসহ কয়েকজনে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। বৃদ্ধ ফারুকুল ইসলাম ইউনিয়ন জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান পরিবারের পক্ষ থেকে।

ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আমাদেরকে এখন পর্যন্ত এবিষয়ে কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!