রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:১১ এএম
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:১১ এএম
রাঙামাটির কাপ্তাইয়ে সিএনজি চালিত অটোরিকশা চালকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে মুঠোফোনে এ কথা জানান কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম।
তিনি জানান, রাঙামাটি জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এবং প্রশাসন থেকে বিচারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আজ রাত ৯টা থেকে ধর্মঘট প্রত্যাহার করেছি। তবে আমাদের দাবি সড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এর আগে, গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি, আসামবস্তী সড়কের ব্রিজ এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা দুইজন চালককে আটক করে গুরুতর আহত করেন।
আহতরা হলেন- কাপ্তাই নতুনবাজারের সিএনজি চালক সমিতির মো. মামুন ও ফারুক।
এরপর রোববার সকাল ৬টা থেকে কাপ্তাই লিচুবাগান এবং কাপ্তাই আসামবস্তী সড়কে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চালকরা যান চলাচল বন্ধ রাখেন।
এসকে/ইএইচ