সন্দ্বীপ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:১৮ এএম
সন্দ্বীপ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১১:১৮ এএম
সন্দ্বীপ উপজেলার নাজিরহাটে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ঘটনার খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
নাজিরহাট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. এরশাদ জানান, রিমন বণিক আমার দোকান থেকে একটি গ্যাস সিলেন্ডার নিয়ে তার দোকানে রাখে। সে গ্যাসের মুখ উল্টো খুললেই আগুন ছড়িয়ে পড়ে যার জন্য মুহূর্তে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মইন উদ্দিন জানান, আমরা ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা প্রাথমিক তথ্যমতে জানতে পেরেছি একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
ইএইচ