Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গোয়ালন্দে চরমপন্থী দলের সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০১:০৩ পিএম


গোয়ালন্দে চরমপন্থী দলের সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারে অভ্যন্তরীন দ্বন্দ্বের জেরে সুশীল (৫৮) নামে চরমপন্থী দলের সদস্যকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একই দলের প্রতিপক্ষের লোকজন।

সুশীল ছোটভাকলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড কেউটিল গ্রামের মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যার আগে সুশীল কাটাখালীতে চায়ের দোকানে চা পান করছিল। এমন সময় ৭/৮ জনের একটি দল অতর্কিত হামলা করে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

সুশীলের ভাই সুনীল জানায়, তার ভাই অনেক আগে থেকেই পূর্ববাংলা (লাল পতাকা) বাহিনীর সাথে জড়িত ছিল। তবে বর্তমান তার ওই দলের কোন সম্পর্ক ছিলো না।

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ রাকিবুল হোসেন বলেন, সুশীল নামে ওই ব্যক্তির লাশ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এফআর/ইএইচ

Link copied!