Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

পাবনায় চাচাকে পিটিয়ে হত্যা করল ভাতিজা

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০১:৪৮ পিএম


পাবনায় চাচাকে পিটিয়ে হত্যা করল ভাতিজা

পূর্ব বিরোধের জেরে পাবনা সদর উপজেলায় আপন চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভাড়ার ইউনিয়নের চিথুলিয়া ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।  

নিহত সাইদুল ইসলাম (৫০) সদর উপজেলার চর বলরামপুর গ্রামের মো. আব্দুল হাকিম শেখের ছেলে। নিহত সাইদুল ইসলাম (৫০) পেশায় কুলির কাজ করতেন।

অভিযুক্তরা হলেন- তালহা ও তামিম। সদর উপজেলার চর বলরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের সাথে রাতে যোগাযোগ করলে তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে কাজ থেকে ফিরছিলেন সাইদুল ইসলাম। চিথুলিয়া ব্রিজের উপরে পৌঁছালে সেখানে  পূর্ব থেকে মোহাম্মদ আলীর দুই ছেলে তালহা ও তামিম অবস্থান করছিলো। চিথুলিয়া ব্রিজের উপরে নিহত সাইদুল ইসলামের গতিরোধ করে এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি বেধড়ক পেটায়। সাইদুল ইসলামের ডাক চিৎকারে  এলাকাবাসী ও স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সাইদুল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আজকে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

ইএইচ

Link copied!