Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, যুবক আটক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০২:৪৩ পিএম


স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের কাছ থেকে ছুরির ভয় দেখিয়ে অপহরণ করে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রবিউল নামক এক বখাটের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যাটারির চালিত অটোরিকশা চালক রবিউলকে এলাকাবাসী ছুরিসহ আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করেছে। রবিউল ছয়ফুল্লাকান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দাস জানান, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলের কাছ থেকে জোরপূর্বক মাদকাসক্ত বখাটে তাকে পাশের একটি ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন তার পরিবার। এ ঘটনায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং পরিবেশ শান্ত করি। এলাকাবাসী অভিযুক্ত বখাটে রবিউলকে এলাকাবাসী আটক করে আমাদের হাতে তুলে দিয়েছেন। মেয়ের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!