Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মোংলা উপজেলার সিপিপির পক্ষ থেকে ইউএনওকে সংবর্ধনা

মোংলা প্রতিনিধি

মোংলা প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০২:৫০ পিএম


মোংলা উপজেলার সিপিপির পক্ষ থেকে ইউএনওকে সংবর্ধনা

মোংলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনকে মোংলা উপজেলা সিপিপির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নাকে দাকোপ উপজেলায় বদলি এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১১ টায় মোংলা উপজেলার নিজস্ব অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা সিপিপির টিম লিডার আমিরুল ইসলাম রিপন।

প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। 
এ সময় উপস্থিত ছিলেন, মিঠাখালী ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. মনির খাঁন, সোনাইলতলা ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. মাহবুব মোল্লা, চিলা ইউনিয়ন সিপিপি ১নং ইউনিটের টিম লিডার অঞ্জন বিশ্বাস, সুন্দরবন ইউনিয়ন ৪নং ইউনিটের ডেপুটি টিম লিডার মো. মারুফ বাবু, সোনাইলতলা ইউনিয়ন ৬নং ইউনিটের সিপিপির সদস্য সুদিপ মন্ডল, চিলা ৮নং ইউনিটের সিপিপি সদস্য টুটুল হাওলাদার।

ইএইচ

Link copied!