Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৪:০৮ পিএম


রাজবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

রাজবাড়ীতে বন্যা বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সোমবার সকালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রশিদ জোয়াদ্দারকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে।

নিহতের স্বজনেরা বলেন, দীর্ঘদিন ধরে বন্যা ও তার স্বামী আব্দুর রশিদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ জন্য মাঝে মধ্যে তাদের দুজনের ঝগড়া হতো।

রোববার দিবাগত রাতে খাবার খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। ভোররাতে আব্দুর রশিদ তার পরিবারের লোকজনকে ডেকে বলে বন্যা কথা বলছে না। সে সময় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় ওই নারীর স্বামী আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ইএইচ

Link copied!