Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে কারখানার ছয় শ্রমিক আটক

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৫:১৪ পিএম


কালিয়াকৈরে কারখানার ছয় শ্রমিক আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করা শিল্প কারখানার শ্রমিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনীর একটি দল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলায় বিভিন্ন কারখানার সামনে থেকে সেনাবাহিনীর সদস্যরা ছয়জন শ্রমিককে গ্রেফতার করেছে।

জানা গেছে, গত কয়েকদিন কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও আন্দোলন করে আসছে। সেই ধারাবাহিকতায় শ্রমিকরা সোমবার সকালে কারখানার সামনে বিক্ষোভ করে। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ, শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ শাকিল, নাজমুল, মোবারক, খোকন, উজ্জ্বল ও সোহাগ নামে ছয়জন শ্রমিককে গ্রেফতার করা হয়। পরে সেনাবাহিনী সদস্যরা গ্রেফতারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

রোববার, শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ এবং গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং মহাসড়ক থেকে সরিয়ে নেয়। তবে, শ্রমিকরা এরপরও বিক্ষোভ অব্যাহত রাখে। এ সময় সেনাবাহিনী ১৮ জন শ্রমিককে গ্রেপ্তার করে এবং পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরএস

Link copied!