Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংস ঘটনায় জেলা বিএনপির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৫:৩৯ পিএম


রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংস ঘটনায় জেলা বিএনপির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সাথে কথা বলেছেন রাঙ্গামাটি জেলা বিএনপি।

সোমবার  সকাল ১১টায় শহরের বনরুপা হ্যাপিড় মোড় এলাকা থেকে বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করে বনরুপা বাজার, ক্ষতিগ্রস্ত বনরুপা মসজিদ, মৈত্রী বিহারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু, সদর থানা বিএনপির সভাপতি মো: মুজিবুল হক,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা জাসাসের সভাপতি মো: কামাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, রাঙ্গামাটিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যাবসায়িক প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ী ও পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং তাদের পাশে থাকার জন্য বিএনপির পক্ষ থেকে  আশ্বাস প্রদান করেছি। তিনি আরো বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা চাইনা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক। জেলা বিএনপির পক্ষ থেকে জেলার ১০উপজেলায় বিএনপির পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশ করা হবে বলে জানান তিনি। বর্তমানে রাঙ্গামাটিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরএস

Link copied!