Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদল ছাত্রদলের বিক্ষোভ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৭:১৭ পিএম


অভয়নগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদল ছাত্রদলের বিক্ষোভ

যশোরের অভয়নগরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সন্ত্রাস নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে অভয়নগর থানা ও পৌর যুবদল ছাত্রদলের আয়োজনে উপজেলার নওয়াপাড়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ্ আসাদ, শ্রমিকদল নেতা রফিকুজ্জামান টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা। 

এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিপু, বিএনপি নেতা ফারাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপি’র সদস্য মাসুদ রানা, উপজেলা কৃষকদলের সভাপতি প্রফেসর নুরুজ্জামান, জেলা যুবদলেব সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ^াস, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল হোসেনসহ অন্যান্যরা। 

এসময় বক্তারা বলেন, অনতিবিলম্বে ছাত্রদল নেতা মাসুদ রানা তুহিন, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন ও রমজান হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসীদের হাতে মতিয়ার রহমান মতি নামের একজন ঘাট শ্রমিক নিহত হন। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখপূর্বক অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম।

আরএস
 

Link copied!