Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লক্ষীছড়ি জোনের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৭:৪৭ পিএম


লক্ষীছড়ি জোনের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  আওতাধীন লক্ষীছড়ি জোন এর উদ্যােগে  আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩সেপ্টেম্বর) লক্ষীছড়ি জোন সদর দপ্তর এর সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি।

এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক, লক্ষীছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান এবং কারবারিগণ সভায় উপস্থিত ছিলেন।

লক্ষীছড়ি পূজা পরিচালনা কমিটির সভাপতি শ্রী রিংকু দাস বলেন,  লক্ষীছড়ি উপজেলা মন্দিরে আগামী ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উৎযাপন করা হবে। তিনি এ ব্যাপারে এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন। লক্ষীছড়ি ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  প্রবীল কুমার চাকমা বলেন, লক্ষীছড়ি জোনের দৃঢ়তার কারণে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি জেলায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব লক্ষীছড়িতে পড়েনি। এজন্য তিনি লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় জনপ্রতিনিধিরা জোনের আন্তরিক প্রচেষ্টায় উপজেলায় গ্রামীণ ফোনের টাওয়ার পুনরায় সচল হওয়ায় লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃকর্ণেল তাজুল ইসলাম পিএসসি বলেন,  লক্ষীছড়ি উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। লক্ষীছড়ি উপজেলার উন্নয়নে লক্ষীছড়ি জোন আরও অধিক ভূমিকা রাখবে বলে জোন কমান্ডার আশ্বাস প্রদান করেন। 

আরএস

Link copied!