Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নাগরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৮:৩৫ পিএম


নাগরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, উপজেলার সকল পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলায় দায়িত্বরত মেজর হাফিজ, পুজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তী, নাগরপুর উপজেলা বি এন পির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত পূজা উদযাপন পরিষদের ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

আরএস
 

Link copied!