Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

বাবাকে হত্যা করে ছেলে, টয়লেটের কূপে পাওয়া গেল লাশ

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৪:৩৭ পিএম


বাবাকে হত্যা করে ছেলে, টয়লেটের  কূপে পাওয়া গেল লাশ

টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের ৩দিন পর পাওয়া গেল দলিল লেখক শামছুল হকের (৭৫) লাশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ৩দিন পর পরিত্যক্ত টয়লেটের কূপে তার লাশ পাওয়া যায়।

উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামের মৃত মোনছের আলী মিয়ার ছেলে দলিল লেখক শামছুল হক মিয়া শনিবার থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সোমবার তার মেয়ে সিমা খাতুন দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের পর থেকে এলাকাবাসীর সন্দেহের তীর ছিল বখাটে ছেলে সাত্তারের (৪৫) দিকে। অবশেষে সেটাই সত্যি হলো। ঘটনা ঘটিয়ে সাত্তার পালিয়ে বেড়াচ্ছিল। মঙ্গলবার বাড়ী এলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছেলে সাত্তারের দেয়া তথ্যমতে শোবার ঘরের পাশের পরিত্যক্ত টয়লেটের কূপের ভিতর থেকে উলটো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর দেয়া তথ্যে জানা গেছে, শুক্রবার রাতের যে কোন সময় বখাটে ছেলে ছাত্তার বাবা শামছুল হককে হত্যা করে লাশ টয়লেটের কূপের ময়লায় উলটো করে ডুবিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও উপস্থিত জনতার সামনে এমনটিই বলেছে পাষণ্ড ছেলে সাত্তার। 

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকৃত ছেলে সাত্তারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যমতে পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ছেলে সাত্তারকেও আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিআরইউ

Link copied!