লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৫:৩২ পিএম
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৫:৩২ পিএম
নড়াইলের লোহাগড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা-প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে শতাধিক শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকরামুল শেখ, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো : আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, দীপংকর সাহা, মো. গোলাম মোস্তফা, এস এম মুরাদুজ্জামান, কে এম রিজাউল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্ত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
বিআরইউ