Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভেড়ামারায় আগুনে পুড়ে গেল গরিবের বসত বাড়ি

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৬:৫৭ পিএম


ভেড়ামারায় আগুনে পুড়ে গেল গরিবের বসত বাড়ি

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় পৌর  এলাকার ২ নং ওয়ার্ড হাসপাতাল রোড বাধ পাড়া মোছাম্মদ মুসলিমা খাতুনের বসতবাড়ি আগুনে পুড়ে গেল।  স্বামী হারা ২ দুই মেয়েকে নিয়ে খুব অসহায় হয়ে পড়েছে। এলাকা 

সূত্রে জানায় যে, ২৪-০৯-২৪ তারিখ রাত ৩ টার সময় আগুন দেখতে পাওয়ায় চিৎকারে আশেপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের কারণ শর্ট সার্কিট। 

পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি রাতে এসে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করি। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দিনের বেলায় তাদের খাওয়ার ব্যবস্থা করেছি। এখানে আনুমানিক ২ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। 

আরএস
 

Link copied!