Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাদারীপুর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পদত্যাগের দাবিতে অভিনব প্রতিবাদ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৭:০১ পিএম


মাদারীপুর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পদত্যাগের দাবিতে অভিনব প্রতিবাদ

দুর্নীতি ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলী আহমেদ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহানের পদত্যাগ ও শাস্তি দাবি করে শহরের বিভিন্ন স্থানে ছাত্র ও সচেতন নাগরিক সমাজের নামে ব্যানার টাঙিয়ে অভিনব প্রতিবাদ করেছে।

মাদারীপুরের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে, মাদারীপুর প্রেসক্লাবে, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন পয়েন্টে এসব ব্যানার ঝুলানো দেখা গেছে। ব্যানারে লেখা রয়েছে ‘হয়রানি ও দুর্নীতিমুক্ত নির্বাচন অফিস চাই, হয়রানি ও দুর্নীতির কারণে সাধারণ সেবা থেকে আমরা মাদারীপুরবাসী বঞ্চিত, এই সিন্ডিকেটের মূলহোতা জেলা নির্বাচন অফিসার মো. আহমেদ আলী ও সদর উপজেলা নির্বাচন অফিসার নুসরাত জাহান, পদত্যাগ ও শাস্তির দাবি করেছে ছাত্র ও সচেতন নাগরিক সমাজ।’

ব্যানারকে কেন্দ্র করে জেলা নির্বাচন অফিসের হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলছেন  ভুক্তভোগী মানুষ। অনেকে জাতীয় পরিচয়পত্রকে কেন্দ্র করে জেলা নির্বাচন কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মে এ জেলার মানুষ অতিষ্ঠ বলে জানান।

ছাত্র ও সচেতন নাগরিক সমাজের নামে টাঙানো ব্যানারকে সমর্থনকে দ্রুত এই দুই কর্মকর্তার পদত্যাগ কিংবা শাস্তিমূলক বদলি দাবি করেছেন এ জেলার ভুক্তভোগী সাধারণ মানুষ।

আরএস

Link copied!