Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বোরহানউদ্দিনে ড্রেজারে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:৪৭ পিএম


বোরহানউদ্দিনে ড্রেজারে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক তেতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে পরিবহণ করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে তেতুলিয়া নদীতে এ অভিযান চলে।

অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ উপস্থিতি ছিল।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান জানান, তেতুলিয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন প্রতিরোধে জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!