Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বসতঘরে, প্রাণ গেল ব্যবসায়ীর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:২৯ পিএম


ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বসতঘরে, প্রাণ গেল ব্যবসায়ীর

টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে আব্দুল হালিম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম কুঠিবয়ড়া বাজার মোড়ে তার দোকান রয়েছে এবং সে কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছেন।

ইএইচ

Link copied!