Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কুষ্টিয়ায় কলেজছাত্র রাব্বি হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:৫১ পিএম


কুষ্টিয়ায় কলেজছাত্র রাব্বি হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

র‌্যাব-১২ কুষ্টিয়া ও র‌্যাব-৩ সিপিএসসির যৌথ অভিযানে ঢাকার শাহবাগ এলাকা থেকে দৌলতপুরের চাঞ্চল্যকর কলেজছাত্র রাব্বি হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা করেছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া জানায়, গত ৩০ আগস্ট কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে পিকনিককে কেন্দ্র করে কলহের জের ধরে দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সোনাইকুন্ডি গ্রামের মোহা. মসলেম আলীর ছেলে মো. নীরব হোসেন রাব্বি (১৯) মারাত্মকভাবে আহত হয়।

পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রেক্ষিতে নিহতের চাচা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোয়ায়েব বিশ্বাস (২৩), মাহি বিশ্বাস (৩২), মো. মিদুল মন্ডল (১৯), মো. রিদয় মন্ডল (২৫) এবং তানহা মন্ডল (২০)।

গ্রেপ্তারদের কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ইএইচ

Link copied!