Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে ইলিশের মোকামে ভোক্তার অভিযান

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:৫৭ পিএম


বরিশালে ইলিশের মোকামে ভোক্তার অভিযান

ভারতে ইলিশ রপ্তানির খবরে বাজারে দাম বেড়েছে। এমন খবরে বরিশালের বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে নগরীর সবচেয়ে বড় মাছের মোকাম পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিকার। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সেজন্য মূল্য তালিকা টানানো নির্দেশনা দেওয়া হয়।

তবে অভিযানে ইলিশের দামে কোন অসংগতি পাওয়া যায়নি বলে জানিয়েছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী।

তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বরিশাল ভোক্তা অধিকারের উপ পরিচালক অপূর্ব অধিকারী।

এদিকে মৎস্য অধিদপ্তরের দাবি ইলিশের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা বাড়লেও তা একেবারেই কম বলে জানান সংশ্লিষ্টরা।

বাজারে এক কেজির ইলিশ প্রতি মন ৬৮ হাজার, ১২শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

ইএইচ

Link copied!