Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

হাসপাতালের এনসিডি কর্নারে ওষুধ সংকট

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:০৭ পিএম


হাসপাতালের এনসিডি কর্নারে ওষুধ সংকট

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে ওষুধ সংকট দেখা দিয়েছে। ওষুধ না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকেই। এ নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন রোগীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন এ কর্নারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হার্টের শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। একজন চিকিৎসক এসব রোগীদের সেবা দেন। সরকারিভাবে প্রতিটি রোগীকে এক মাসের করে ওষুধ সরবরাহ করার কথা।

কিন্তু ওষুধ সংকট বা সরবরাহ কম থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। কাউকে সাত দিনের, কাউকে ১০-১৫ দিনের ওষুধ দিয়ে বিদায় করছেন। আবার কোন কোন ওষুধ সম্পূর্ণ সরবরাহ বন্ধ রয়েছে বলে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন।

ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনস্যুলিন দেওয়ার কথা থাকলেও সরবরাহ নেই বলে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এছাড়া সেখানে ডায়াবেটিস পরিমাপের কথা থাকলেও ডায়াবেটিস মাপা হয় অন্যত্র। শুধুমাত্র একটি আধুনিক যন্ত্রের মাধ্যমে রক্তচাপ মাপা হয়।

উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা লিপি আক্তার বলেন, তিনি একজন ডায়াবেটিসের রোগী। গত কয়েক মাস ধরে খালি পেটে খাওয়ার ওষুধ পাননি। ভরাপেটেরগুলো ৭-১০ দিনের ওষুধ পাচ্ছেন। তিনি একজন গরীব রোগী। সম্পূর্ণ ওষুধ বিনামূল্যে সরবরাহের দাবি জানান।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস ওষধ সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বারবার জানিয়েও ফল পাইনি।

ইএইচ

Link copied!