Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে পর্যটক অপহরণ চেষ্টা: নেপথ্যে ছাত্রলীগ নেতা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:২৫ পিএম


খাগড়াছড়িতে পর্যটক অপহরণ চেষ্টা: নেপথ্যে ছাত্রলীগ নেতা

সাজেক থেকে ফেরার পথে তিন পর্যটককে অপহরণ চেষ্টার ঘটনায় রাঙামাটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের নাম উঠে এসেছে। একটি ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে তার নাম উঠে আসে।

এ ঘটনায় দীঘিনালা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী এসএম নাহিদুজ্জামান বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে কিছু অচেনা ব্যক্তি পর্যটকদের ব্যক্তিগত গাড়ি গতিরোধ করে। পরে রাস্তা থেকে একটু ভেতরে পার্শ্ববর্তী করাত কলের পাশে নিয়ে মোবাইল জাতীয় পরিচয়পত্র নিয়ে ফেলে।

এ সময় পকেটে থাকা ভুক্তভোগীরা ১০ হাজার টাকা অপহরণকারীদের হাতে দেয়। এ সময় তারা আমাদেরকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অপহরণকারীরা ৫০ লাখ টাকা দাবি করে।

এতো টাকা দিতে অসম্মতি জানালে অন্তত ২০ লাখ টাকা দিতে হবে বলে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেয়। অপহরণকারীদের দেয়া ব্যাংক অ্যাকাউন্টটি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) চন্দনাইশ শাখার।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেছেন, মামলাটি রেকর্ড হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে মূল ঘটনার জানার জন্য নির্দেশ দিয়েছি। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!