Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

খোকসায় চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:৫৪ পিএম


খোকসায় চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে (৪৫) দুর্বৃত্তরা সারা শরীরে কুপিয়ে জখম করেছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে তার নিজ বাড়ি থেকে একতারপুর যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা  দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে কুপিয়ে জখম করে।

আহত ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদকে বিহারিয়া গ্রাম থেকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উ

পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মাহমুদুল হাসান প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ডাক্তার মাহমুদুল হাসান জানান, আহত চেয়ারম্যানের মাথা ও পায়ে শরীরের সর্ব জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!