Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৫:১৯ পিএম


সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নরসিংদীর ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভূমি অধিগ্রহণ নকশার পরির্বতনের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বুধবার সকালে ঘোড়াশাল পৌরসভার ঘাঘড়া এলাকায় এ মানববন্ধন করা হয়।

বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীম উপাসনালয় ও বন্যা নিয়ন্ত্রণ স্লুইচ গেইট রক্ষার্থে এ মানববন্ধন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত অর্ধশত গ্রামবাসী অংশ নেয়।

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, ঘোড়াশাল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরহাদ হোসেন, জাতীয় পার্টির পলাশ শাখার আহ্বায়ক জাকির মৃধা।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাংগা বাজার থেকে ঘোড়াশাল পর্যন্ত সড়ক প্রশস্থকরণের জন্য জমি অধিগ্রহণে ঘাঘড়া মৌজার পূবালী বাজার থেকে ঘোড়াশাল বাজার পর্যন্ত একাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় রয়েছে। এই স্থান দিয়ে সড়ক নির্মাণ হলে এলাকার ব্যাপক ক্ষতি সাধন হবে। বসতবাড়িসহ ধর্মীয় উপাসনালয় রক্ষার্থে অধিগ্রহণের নকশা পরিবর্তন করে অন্য স্থান নির্ধারণ করে সড়ক নির্মাণের আহ্বান জানান এলাকাবাসী।

এদিকে নকশা পরিবর্তনের দাবিতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও সড়ক বিভাগ বরাবরে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ইএইচ

Link copied!