Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৫:৩১ পিএম


নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন বাবা ও মেয়ে। নিখোঁজ বাবা মো. মহিদুর রহমান (৫৫) এবং মেয়ে রাফসা (১২) ।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও মেয়ে কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসতিয়াক আহমেদ।

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসতিয়াক আহম্মেদ বলেন, পাঁচ সদস্যের একটি ডুবুরি দল সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধারকাজ চালাচ্ছে। নদীতে পানি কম থাকলেও প্রচুর স্রোত। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!