Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মুক্তাগাছায় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৫:৩৫ পিএম


মুক্তাগাছায় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রিন্সিপাল অধ্যক্ষ ইদ্রিস আলীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিক্ষোভকারীরা বলেন, শহীদ স্মৃতি সরকারি কলেজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন। কলেজের অধ্যক্ষ আলী ইদ্রিসের সাথে সকল অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট হিসাবে কাজ করেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাহফুজুল বারী ও লাইব্রেরিয়ান আলী হয়দার।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বোর্ড নির্ধারিত ফিয়ের চেয়ে ৫৫০ টাকা অতিরিক্ত আদায় করে। কোন প্রকার রসিদ ছাড়াই ৫৫০ টাকা আদায় করেছে কলেজে ভর্তি হওয়া সকলছাত্র- ছাত্রীদের কাছ থেকে।

পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ইএইচ

Link copied!