Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জাজিরায় বালুর স্তূপ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:২২ পিএম


জাজিরায় বালুর স্তূপ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় বালুর নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

এবিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, বুধবার সকালে আমাদের সেনেরচর ইউনিয়নের চেয়ারম্যান মুঠোফোন কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে মোকলেস দেওয়ান নামের একজনের বাড়ির পাশে বালু দিয়ে ভরাটকৃত একটি পুকুরের মধ্যে থেকে অর্ধগলিত একটি মহিলার লাশ উদ্ধার করা হয়।

লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। অতি বৃষ্টির কারণে কিছু বিলম্ব হলেও উদ্ধারকৃত লাশটি দ্রুত ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ইএইচ

Link copied!