Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

পূবাইলে লুণ্ঠিত ২০ লাখ টাকার পাইপসহ আটক ১

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:২৮ পিএম


পূবাইলে লুণ্ঠিত ২০ লাখ টাকার পাইপসহ আটক ১

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ চৌরাস্তা থেকে লুণ্ঠিত প্রায় বিশ লাখ টাকার লোহার পাইপ ঢাকার পোস্তগোলা এলাকা থেকে উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন।  

গ্রেপ্তার অহিদ (৩০) টাঙ্গাইল জেলার সদর থানার বীরপুশিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। সে ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় বসবাস করতো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে পূবাইলের হায়দরাবাদ চৌরাস্তা এলাকা থেকে চট্টগ্রাম থেকে আসা একটি লোহার পাইপ ভর্তি পিকাপ ও তার চালককে অপহরণ করে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাচল এলাকায় নিয়ে যায় একদল দুর্বৃত্ত।

পরে সেখানে চালক বসিরকে গাছের সাথে বেঁধে রেখে গাড়ি ও মালামাল নিয়ে যায় তারা। পরে উক্ত স্থান থেকে গাড়ি চালক উদ্ধার হয়ে পূবাইল থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পূবাইল থানার এসআই হুমায়ুন কবীর ও এসআই রফিকুল।

একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে লুণ্ঠিত মালামাল গুলো উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ, পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম উপ পরিদর্শক হুমায়ুন কবির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইএইচ

Link copied!