Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ফজলে এলাহি আকবর

জাতিসংঘে ড. ইউনূসের সাক্ষাৎ পেতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা তৎপর

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:৫৩ পিএম


জাতিসংঘে ড. ইউনূসের সাক্ষাৎ পেতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা তৎপর

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস কয়েকটা দিনের জন্য জাতিসংঘে গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা তার সঙ্গে দেখা করতে তৎপর হয়ে একেবারে উঠেপড়ে লেগেছে-এটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্র হতে পারি, তাহলে এই দেশকে আমরা
আকাশচুম্বী উচ্চতায় নিয়ে যেতে পারবো। জনগণ সবাই একত্রিত হন ও দেশকে গড়ে তুলুন।

বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজরা এলাকায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে তার পরিবারকে সান্ত্বনা দিতে এসে তিনি এসব কথা বলেন।

বলেন, তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন না সে মারা গেছে ইউনিফর্ম পড়ে অপারেশন করতে গিয়ে- এটা একটা দুর্ঘটনার বিষয়। একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল। এই পরিস্থিতি একটা কথা মনে করিয়ে দেয় সেটি হচ্ছে- আমাদের দেশে এখনও অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। ডাকাত বা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ, সব কিছু ভেদাভেদ পেছনে রেখে আমাদের কাজ করতে হবে।

সাবেক মেজর জেনারেল বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনভাবেই ফেল করানো যাবে না। এখানে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। যাতে বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদী সরকার না আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনীকে যদি রাজনীতিমুক্ত এবং ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি- তাহলে কোন সময় এই দেশে আর ফ্যাসিস্ট সরকার জন্ম নিবে না।

ফজলে এলাহি আকবর আরও বলেন- ডাকাত বলেন আর সন্ত্রাসী বলেন, সেনাবাহিনীর একজন গর্বিত সদস্যের গায়ে হাত দিয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করতে পারে তাহলে তিনি কত বড় সন্ত্রাসী? এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

তার নেতৃত্বে আসা ৮ সদস্যের সেনা কর্মকর্তারা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের কবর জিয়ারত করেন।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) মান্নান, জেলা বিএনপির সভাপতি হানানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!