Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

কাউনিয়ায় আখ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৮:১৯ পিএম


কাউনিয়ায় আখ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা

রংপুরের কাউনিয়ায় আখ চাষিদের এখন সুদিন চলছে। চাহিদার চেয়ে আখের উৎপাদন কম হওয়ায় আগের চেয়ে দামও বেশি। ফলে আখ চাষিদের মুখে হাসি ফুটেছে।

উপজেলায় এবার ১৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল গেন্ডারি উফশি কালো বোম্ব ও স্থানীয় জাতের আখ চাষ করা হয়েছে।

তিস্তা নদী বেষ্টিত চরবিশ্বনাথ, আজমখাঁ, চরগনাই, গদাই, চরঢুষমাড়া, গোপিডাঙ্গা, মধ্য হরিশ্বর, আরাজি হরিশ্বর, চরনাজিরদহ, প্রাণনাথচর, চরচতুরা, ধুমগাড়াসহ উপজেলার ২৯টি চরে অন্য ফসলের পাশাপাশি চিবিয়ে খাওয়া আখের প্রচুর চাহিদা ও অত্যন্ত লাভজনক হওয়ায় আখ চাষে কৃষকের আগ্রহ বেড়েছে।

হরিশ্বর গ্রামের কৃষক আজিজুল ইসলাম জানান, চলতি মৌসুমে প্রায় ৬০ শতাংশ জমিতে হলুদ বর্ণের গেন্ডারি আখ চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে অন্তত ৪৫ হাজার টাকার মতো। আখ চারা রোপণ করেই সাথি ফসল হিসেবে কাঁচামরিচ আবাদ করে এ ব্যয় অনেকটা পুষিয়ে নিয়েছেন। আখ বিক্রি শুরু করেছেন তিনি।

এবারে তার ১ লাখ ৫০ হাজার টাকার ওপরে আয় হবে বলে আশা করেন। সেই সাথে তিনি আগামী মৌসুমে রোপণের জন্য আখ গাছও সংরক্ষণ করেছেন।

একতা চরের মজিদুল ইসলাম ও আখ চাষি ইদ্রীস আলী জানান, আশ্বিন মাসের শুরুতে আখের চারা রোপণ করা হয়। অনেক দূরদূরান্তের পাইকার আসে। বর্তমানে আখ ক্ষেত থেকেই একশ গেন্ডারি বারশো থেকে চৌদ্দশো টাকা আর দেশি জাতের আখ সাতশো থেকে সাড়ে সাতশো টাকা দরে বিক্রি করা হচ্ছে। আখ বছরে একবার ফলন হলেও বিক্রি করে একসাথে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। এছাড়া আখ গাছের পাতা গোখাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার হয়। ফলে আখ চাষিদের সুদিন ফিরেছে!

তবে কৃষকরা সহজ শর্তে কৃষি ঋণ, চাষাবাদে প্রযুক্তিগত প্রশিক্ষণ, উন্নত বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ, সংরক্ষণাগার ও বিপণন ব্যবস্থা চালু না থাকায় কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন দাবি চাষিদের।

ইএইচ

Link copied!