Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:২১ পিএম


ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি শাহ্ আলমকে(৫০) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলার সদর উপজেলার পশ্চিম ছিলোনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গত ০৪ আগস্ট দুপুরের দিকে ফেনী জেলার মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করে। এ সময় ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্যের প্ররোচনায় ও নির্দেশে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। 
এ সময়ে ছাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে প্রাণ ভয়ে দৌড়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকে চলে যায় এবং আত্মরক্ষার জন্য স্টার লাইন কাউন্টার সংলগ্ন পশ্চিম পার্শ্বে ফ্লাইওভারের উপরে উঠে শুয়ে পড়ে। আসামিগণ ফ্লাইওভারের উপরে উঠে তার শরীরের বিভিন্ন স্থানে ১৪-১৬টি গুলি করায় ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসামীরা পুনরায় তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি-সোঠা, লোহার রড, দিয়ে আঘাত করে।

ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছাইদুল ইসলামের পিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় ৯৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ফেনীস্থ র‍্যাব-০৭‍‍`র কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এফআর/বিআরইউ
 

Link copied!