Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি:

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:৩৯ পিএম


আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি রতন বাবুকে আটক করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) ভোরে আশুগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়, বুধবার ভোরে রতন বাবু আশুগঞ্জ ফেরীঘাট এলাকায় মাদকের বড় চালান পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে তার বসতঘরে অভিযান পরিচালনা করে কিছু বোতল স্কাফ পায়। এরপর রতন বাবুকে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

মামলার বাদী এসআই দীপক জানান, আমাদের অভিযান পরিচালনার খবর আগেই পেয়ে যায় রতন বাবু। যৌথবাহিনী পৌঁছানোর আগেই বিপুল পরিমাণ মাদক অন্যত্র সরিয়ে ফেলেন তিনি এজন্য অল্প পরিমাণ মাদক পাওয়া যায়। তার বিরুদ্ধে শুধু আশুগঞ্জ থানায় মাদকের ১৪টি মামলা রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মো. ইকবাল বলেন, আশুগঞ্জে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী রতন বাবু। তাকে পুলিশ অনেকবার গ্রেফতার করে কোর্টে চালান করেন, কিন্তু সে আদলত থেকে জামিনে বেরিয়ে এসে আবার মাদক কারবারি শুরু করেন। রতন বাবুকে গ্রেপ্তার করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে যৌথবাহিনীর সদস্যদের।

এসকে/বিআরইউ
 

Link copied!