Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সখীপুরে গুড নেইবারসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০২:৪৯ পিএম


সখীপুরে গুড নেইবারসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত তিন শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কালিয়ানপাড়া সিডিপি প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ।

বক্তব্য দেন- গুড নেইবারসের শিক্ষা ও স্বাস্থ্য টিমের ম্যানেজার জনি বৈরাগী, সিডিপির সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন,  হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ ও গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর প্রমুখ।

এ সময় রোগী দেখেন টাঙ্গাইল মেডিকেল কলেজের ক্যান্সার মেডিসিন ও রেডিওথেরাপী বিশেষজ্ঞ ডা. এসএম নাজমুল আলম, শিশু বিশেষজ্ঞ ডা. আবু তাহের, এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. সাজিয়া আফরিন।

এছাড়াও গুড নেইবারসের স্পন্সর্কৃত শিক্ষার্থীদের মাঝে চার্জার টেবিল ফ্যান, মশারি, খাতা ও কলম বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!