Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে খেলার মাঠ করার দাবি

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:০৫ পিএম


আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে খেলার মাঠ করার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে একটি খেলার মাঠের নামকরণ করার দাবি উঠেছে।

একই সঙ্গে আপাতত পরিত্যক্ত হিসেবে থাকা ওই জায়গাটি রেলওয়ে যেন খেলার মাঠের জন্য বরাদ্দ দেয় সেই দাবিও জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের স্মৃতিসৌধের পাশে হওয়া মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এ সময় জানানো হয়, স্মৃতি ধরে রাখতে মোস্তফা কামালের নামেই তারা মাঠের নামকরণ করতে চান।

প্রথমে সকাল ১১টার দিকে দাবিকৃত জায়গাতেই হওয়া সংবাদ সম্মেলনে দরুইনসহ আশেপাশের গ্রামের লোকজন অংশ নেন। পরে তারা মানববন্ধন করেন। কর্মসূচিতে ছোট্ট শিশু থেকে শুরু করে এলাকার অনেক প্রবীণ মানুষ অংশগ্রহণ করেছেন।

মোগড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ছায়েব আলী বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের আত্মীয় মানিক মিয়া নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে লিজ আনার চেষ্টা করেন। সম্প্রতি এখানে থাকা মাঠের নামের সাইনবোর্ডও তিনি ফেলে দেন। এখন শুনতেছি মানিক মিয়া মাঠটি দখলে নিবেন।

মোগড়া বাজার পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর খান বলেন, এ জায়গাটিতে কয়েকটি গ্রামের মানুষ এখানে নিয়মিত খেলাধুলা করে। আশেপাশে কোনো মাঠ নেই। আমরা চাই এটি মাঠ হিসেবেই ব্যবহৃত হোক। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিবেন বলে আশা করি।’

এ বিষয়ে মো. মানিক মিয়া বলেন, ‘জায়গাটি রেলওয়ে থেকে আমি লিজ নিলেও কিছু লোকজন আমাকে এখানে যেতে দিচ্ছে না, আমাকে হয়রানি করছে। আপনাদের (সাংবাদিকদের) কাছে আমি এ বিষয়ে বিচার দিলাম। আর আমার দোষ থাকলে সে বিচারও করবেন। যদি তারা কাগজ দেখাতে পারে তাহলে আমি এ জায়গা নিয়ে কোনো দাবি করবো না।’

ইএইচ

Link copied!