ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:১৪ পিএম
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:১৪ পিএম
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীকে ফটিকছড়ি পৌরসভার প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বুধবার দুপুরে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইউএনও মোজাম্মেল হক।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সাবেক পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দীন সহ কাউন্সিলররা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসককে।
পরে কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কাউন্সিলর রফিকুল আলম চৌধুরী, আলা উদ্দীন রাকিব, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ চৌধুরী, জহির উদ্দিন বাবর, এহসানুল করিম, আবুল হাসেম, সেলিনা আক্তার, রোকেয়া বেগম ও ফিরোজা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ্র দাস, হিসাব রক্ষক আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবা যাতে বিঘ্ন না হয় সেভাবে সকলকে কাজ করতে হবে।
ইএইচ