Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

লক্ষ্মীপুরে খালের অবৈধ বাঁধ অপসারণে নেমেছে জেলা প্রশাসন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:২২ পিএম


লক্ষ্মীপুরে খালের অবৈধ বাঁধ অপসারণে নেমেছে জেলা প্রশাসন

বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া ও নিম্নাঞ্চলে পানি না কমার কারণে খালে অবৈধ বাঁধ এবং কচুরিপানাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণের উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের মাদাম ব্রিজ সংলগ্ন রহমতখালী খাল পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ পৌর কাউন্সিলর ও স্থানীয় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, খালে অবৈধ বাঁধ, কচুরিপানাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় ধীরগতিতে নামছে পানি। তাই, বন্যা পরবর্তী দুর্ভোগে রয়েছেন এখানকার নিম্নাঞ্চলের মানুষ। এজন্য পানি প্রবাহ সচল করতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রত্যেকটি উপজেলায় এ কার্যক্রম চলবে। তিনি আরো বলেন, খালের দুইপাড়ে অবৈধ স্থাপনা ও পানি প্রবাহের প্রতিবন্ধকতাগুলো অপসারণে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সেগুলোও উচ্ছেদ করা হবে।

ইএইচ

Link copied!