Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:৫৬ পিএম


বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বরিশালের বাকেরগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি কেএম ইশমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মোনায়েম সাদ, থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপি সদস্য সচিব নাছির উদ্দিন হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম খান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়া, নিয়ামতি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম কাইয়ূম খান, চরামদ্দি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির  সভাপতি শংকর চন্দ্র শীল প্রমুখ।

মতবিনিময় সভার পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ইএইচ

Link copied!