Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ময়মনসিংহে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর: আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:০১ পিএম


ময়মনসিংহে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর: আটক ১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্রী শ্রী গোবিন্দ জিওর মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে গৌরীপুর থানা পুলিশ।

উপজেলার মধ্যবাজার পূজা কমিটির সাবেক সভাপতি পীযূষ রায় গণেশ জানান, গোবিন্দ জিওর মন্দিরে মূলত কীর্তন হয়। এ মন্দিরের জন্য প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।  বর্তমানে প্রতিমায়  রঙের কাজ চলমান। এ অবস্থায় আনুমানিক ভোর ৪টার দিকে ইয়াসিন নামের এক ব্যক্তি তিনটি প্রতিমা ভাঙচুর করে। পরে সে কালি মূর্তিটি তার কাঁধে করে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী একজন তাকে আটক করেন।

মন্দিরের বর্তমান সাধারণ সম্পাদক স্বপন এষ বলেন, আমরা গৌরীপুরের মানুষ শান্তিপ্রিয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করতে চাই।  আমাদের সর্ববৃহৎ পুজোর জন্য নির্মিত প্রতিমা ভাঙচুরের সুষ্ঠু তদন্ত করতে হবে। হামলাকারীর পেছনে যারা ইন্ধনদাতা আছে তাদেরকেও খুঁজে বের করতে হবে।  

মন্দির কমিটির বর্তমান সভাপতি রঞ্জিত সাহা বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে একটি গোষ্ঠী মন্দিরে হামলা করে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা করছে। এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তিনি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, আটককৃত ইয়াসিন মানসিক ভারসাম্যহীন। তার প্রতিবন্ধী কার্ড আছে। বিষয়টি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

ইএইচ

Link copied!