Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

মহানবীকে নিয়ে কটূক্তি প্রতিবাদে ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:৪৬ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তি প্রতিবাদে ফরিদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি মহারাজের হজরত মুহাম্মদ (সা.) ও ইসলামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ফরিদপুরে।

বৃহস্পতিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের শহর শাখা মিছিলটি বের করা হয়।

তুমুল বৃষ্টির মাঝেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শিক্ষার্থী এতে অংশ নেন।

মিছিলটি মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছে। সেখান থেকে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেয়ে সমাবেশ করে।

বক্তারা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমানরা কিছুতেই সহ্য করতে পারেনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন।

ইএইচ

Link copied!