Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:১৯ পিএম


টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের উদ্যোগে প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন- টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং ২০১৪-২৫ সেশনের ১৬তম ব্যাচের ১ম পর্বের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান-২০১৪ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপশহর টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমেদ নাবিলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. ওয়াদুদ মন্ডল, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. আতিকুর রহমান প্রধান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান ননটেক আনোয়ার আল সাদাদ, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তৈয়ব আলী দুলাল, অত্র  প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ নুর জাহান বেগম, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর জূনিয়র ইন্সট্রাক্টর নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন উপশহর টেক্সটাইল ইন্সটিটিউটের চিফ ইন্সট্রাক্টর মো. শাহনেওয়াজ তালুকদার।

ইএইচ

Link copied!