Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:২৮ পিএম


কালীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

লালমনিরহাটের নবাগত জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দারের সাথে কালীগঞ্জ উপজেলার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি ও বিশিষ্টজনের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জনানোসহ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রাকিব হায়দার।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী জহির ইমামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহান উদ্দিন পাশা, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, ছাত্র প্রতিনিধি আলমঙ্গীর হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা প্রমুখ।

ইএইচ

Link copied!