Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত ও ডাস্টবিন স্থাপন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৩৩ পিএম


মির্জাপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত ও ডাস্টবিন স্থাপন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে ৩০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত ও ৩০টি ডাস্টবিন স্থাপন করেন।

এছাড়াও মিনিবাস, অটোরিকশা, সিএনজি, লেগুনা টার্মিনালসহ বিভিন্ন নিদিষ্ট স্থানে রাখার নির্দেশ প্রদান করেন। 
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, পৌর হিসাব রক্ষক কর্মকর্তা আবুল হাসানাত আকন, মির্জাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম, সিফাত মৃধা, ইমন সিদ্দিকী, বৈষম্যবিরোধী সামাজিক সংগঠনের সমন্বয়ক মো. লাভলু মিয়া, সোহাগ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!