Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিজয়নগরে পাঁচ ভুয়া সাংবাদিক আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৩৮ পিএম


বিজয়নগরে পাঁচ ভুয়া সাংবাদিক আটক

বিজয়নগরে মাদকাসক্ত পাঁচ ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একুশে নিউজের আইডি কার্ড, স্টিকার, মাইক্রোফোন ও তাদের ব্যবহৃত স্টিকার লাগানো প্রাইভেট কার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার মূল গ্রামের রাহিম রানা চৌধুরী (২৮), একই এলাকার মো. জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার খাশহাওলা গ্রামের মো. মুমেন মিয়া (২৫), একই এলাকার সায়েদ আহম্মেদ স্বপন (৩০), নরসিংদী জেলার পলাশ উপজেলার জুনায়েদ মিয়া (২২) প্রমুখ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ব্রিজের উত্তর পাশের সড়কে অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের চেকপোস্ট চলা কালে গাড়িকে থামিয়ে তল্লাশি করতে গেলে এই পাঁচজন মাতাল অবস্থায় নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং অসংলগ্ন কথা বার্তা বলেন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অন্য পেশার বলে পরিচয় দেন। পরে তাদের মেডিকেল চেকআপে করে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করা হয়।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, টহলরত অবস্থায় মাদকাসক্ত ৫ জন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। তারা মূলত প্লাস্টিক ব্যবসার সাথে জড়িত ভুয়া সাংবাদিক। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ইএইচ

Link copied!