কিশোরগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৫১ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৫১ পিএম
ভারতের হিন্দু পণ্ডিত কর্তৃক মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় এবং সে কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ মিছিলটি জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের উদ্যোগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি এবং সে কটূক্তিকে বিজেপি নেতা মহারাষ্ট্র প্রদেশের বিধায়ক নীতেশ রানার সমর্থনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ মিছিলে গুরুদয়াল সরকারি কলেজ, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ জনতাও প্রতিবাদ মিছিলে অংশ নেয়।
এ সময় শিক্ষার্থীরা ভারত বয়কটসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পুরোহিত রামগিরি মহারাজ এবং নীতিশ রানার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বলে জানা যায়।
ইএইচ