মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৬:১৯ পিএম
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৬:১৯ পিএম
টাঙ্গাইলের মধুপুরে ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ঘোচায় দারিদ্র, আনে সুদিন’ এ প্রতিপ্রাদ্যকে সামনে নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ ইমরানুল কবির।
উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইনের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাহবুব-উল-আলম খান নবীশ, সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আসাদুল ইসলাম প্রমুখ।
এ সময় মধুপুর উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সুধীমহলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।
ইএইচ