Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ডাকাতিয়া নদী পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে প্রশাসন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৬:৪৯ পিএম


ডাকাতিয়া নদী পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে প্রশাসন

রায়পুর পৌর শহরের ডাকাতিয়া নদী অংশের ময়লা-আবর্জনা পরিষ্কার ও দখলমুক্ত অভিযান শুরু করেছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে রায়পুর শহরের মহিলা কলেজ সংলগ্ন থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশে দিনব্যাপী অভিযানে প্রায় এক কিলোমিটার নদীতে থাকা বিভিন্ন বাঁধ ও দীর্ঘদিনের অবহেলায় জমা থাকা ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন রায়পুর পৌর প্রশাসক পদ্মাসন সিংহ।

এ সময় দখল মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতিয়া নদী দখলমুক্ত করার বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। খুব শীঘ্রই দখল মুক্ত করণের কাজ শুরু হবে,  নদীর উপরে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। পানি প্রবাহে বিঘ্নিত হয় এমন বাঁধ গুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে। ডাকাতিয়া নদী হচ্ছে রায়পুরের প্রধান নদী, খুব শীঘ্রই এটি হবে দখল মুক্ত।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. ইমরান খান, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানসহ উপজেলা এবং পৌর কর্মকর্তা ও রায়পুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!