Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

পত্নীতলায় শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:০৬ পিএম


পত্নীতলায় শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন- ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের লে. কর্নেল মো. ইকবাল হোসেন, পত্নীতলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ্ মো. এনায়েতুর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম শাহিন কবির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক গৌতম দে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু সোয়ায়েব খান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা ফায়ার সার্ভিস এর লিডার কবির উদ্দীন আহমেদ, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সা. সম্পাদকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ।

সভায় পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, পূজা মণ্ডপে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদকে নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানো, মোটর সাইকেল চলাচলে সাবধানতা অবলম্বন ও সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপনের জন্য আহ্বান জানানো হয়।

এবার উপজেলায় ৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পৌর এলাকায় ১৬টি এবং ৬৬টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গাপূজা উদযাপিত হবে বলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা শাখা থেকে জানা গেছে।

ইএইচ

Link copied!