Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাগেশ্বরীতে পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:৫৪ পিএম


নাগেশ্বরীতে পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

পরিবেশ দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এ প্রতিপাদ্যে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর আয়োজনে ও মালালা ফান্ড প্রজেক্টের অর্থায়নে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টায় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচিতে মালালা প্রকল্পভুক্ত নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় ও আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সদস্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় ৪ বিদ্যালয়কে ভাব বাংলাদেশের পক্ষ থেকে আইইসি উপকরণ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ে ‘এসো সচেতনতা গড়ি, দুর্যোগ মোকাবেলা করি’ নামের ৮০০টি বই এবং গাছের চারা প্রদান করা হয়।

নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিশেষ অতিথি ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর আব্দুল আলিম খান, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ইএইচ

Link copied!