Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাদুল্লাপুরে বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৮:০২ পিএম


সাদুল্লাপুরে বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরের রসুলপুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রসুলপুর ইউনিয়নের রসুলপুর মন্ডল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রসুলপুর মন্ডলপাড়া গ্রামের বিজয় চন্দ্রের ছেলে বিধান চন্দ্র (৩৩) ও বিধান চন্দ্রের স্ত্রী কমলী রানী (২৬)।

জানা যায়, নিজ বাড়িতে বিধান চন্দ্র অটোচার্জ দেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে রক্ষা করার জন্য তার স্ত্রী কমলী রানী এগিয়ে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়। এতে করে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

তাদের দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য বেলাল হোসেন ও চেয়ারম্যান রবিউল ইসলাম।

ইএইচ

Link copied!